সুনামগঞ্জের জামালগঞ্জে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হাতে স্বামী-স্ত্রী খুন হয়েছেন।এরা হলেন- আলিপুর গ্রামের আলমগীর হোসেন (৩২) ও তার স্ত্রী মুর্শেদা বেগম (২৮)।
রোববার দিবাগত রাত পৌনে ৮টায় উপজেলার বেহেলী ইউনিয়নের আলিপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জামালগঞ্জ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. সাইফুল আলম যুগান্তরকে বলেন, দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় জড়িত ব্যক্তিকে গ্রেফতারে অভিযান চলছে।