ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১৯ হাজারের বেশি। এ সময়ে করোনায় মৃত্যু হয়েছে ১২৪ জনের।
রোববার রাতে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৪৪১ জন। এর মধ্যে উত্তর ২৪ পরগণায় ৩ হাজার ৯৯৭ জনের মধ্যে নতুন করে সংক্রমণ ছড়িয়েছে। ১ দিনে শুধু কলকাতায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৬৬ জন। এ নিয়ে ভারতের এ রাজ্যে মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ৯৩ হাজার ১৫৯ জনে।
গত ২৪ ঘণ্টায় যে ১২৪ জন রোগীর মৃত্যু হয়েছে তার মধ্যে উত্তর ২৪ পরগনার ৩৪ এবং কলকাতার ২৮ জন রয়েছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে পশ্চিমবঙ্গে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এর ফলে ভারতের এই রাজ্যে মোট সংক্রমণের হার এই প্রথম ৯.০৫ শতাংশ হয়েছে। শনাক্তের দৈনিক হার দাঁড়িয়েছে ৩০.৮০ শতাংশে। সূত্র: আনন্দবাজার পত্রিকা।