বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ আওয়ামী লীগ সরকারের হাতে দেশের মানুষ নির্যাতনের শিকার হচ্ছে। এই অভিযোগ করে তিনি বলেছেন, এ দেশে কেউ নিরাপদ না।
আজ বুধবার বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীর পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘যে রাজনৈতিক দল গণতন্ত্রের জন্য, মানুষের অধিকারের জন্য সংগ্রাম করেছে, সেই দলের হাতেই এক যুগ ধরে দেশের মানুষ অত্যাচারিত হচ্ছে। দেশে ত্রাসের রাজত্ব তৈরি করা হয়েছে। স্বাধীনতার চেতনার পরিণতি কি এটা? এ দেশে কেউ নিরাপদ না। এ দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস এমন পর্যায়ে পৌঁছে গেছে, যেখানে সাধারণ মানুষের জীবন জীবিকা বিপর্যস্ত হয়ে পড়েছে। ’
সরকারকে এসব বন্ধ করার আহ্বান জানিয়েছেন।
বিএনপি মহাসচিব প্রশ্ন রেখে বলেন, ‘আওয়ামী লীগ কি দেশ চালায়? কে দেশ চালায়? কার ইঙ্গিতে এই ঘটনা ঘটছে?’ ইলিয়াস আলীসহ যারা গুম হয়েছেন, পরিবারের কাছে তাদের ফিরিয়ে দেওয়া সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে আটকে রাখা হয়েছে অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্যই খালেদাকে আটক করা হয়েছে।
খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে মির্জা ফখরুল বলেন, তিনি আগের মতোই আছেন। তবে শারীরিক অবস্থার একটু উন্নতি হয়েছে।