fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকহামাস গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে ইসরাইলের মাকড়সার জাল ছিন্নভিন্ন

হামাস গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে ইসরাইলের মাকড়সার জাল ছিন্নভিন্ন

ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানিএক টুইট বার্তায় মন্তব্য করেছেন,  “ফিলিস্তিনের হামাস সশস্ত্র গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র বৃষ্টিতে ইসরাইলের মাকড়সার জাল ছিন্নভিন্ন হয়ে গেছে।”

বুধবার(১২ মে) তিনি এই মন্তব্য করেন। ফিলিস্তিনিদের ক্ষেপণাস্ত্রের সামনে আয়রন ডোম কাজে আসেনি বলেও তিনি মন্তব্য করেন।

আলী শামখানি আরও বলেন,ফিলিস্তিনের বিপ্লবী তরুণরা নিরাপত্তা সংক্রান্ত হিসাব-নিকাশ বদলে দিয়েছে। তারা যুদ্ধের ময়দানকে দখলদারদের প্রাণকেন্দ্র পর্যন্ত বিস্তৃত করেছে।

পবিত্র আল আকসা মসজিদে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরাইলি হামলা ও উচ্ছেদ অভিযানের প্রতিবাদে গাজা থেকে দখলদার ইসরাইলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে বিদ্রোহীরা। এর ফলে ইসরাইলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ইসরাইলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম ফিলিস্তিনি ক্ষেপণাস্ত্র ঠেকাতে ব্যর্থ হচ্ছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যম পার্সটুডে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments