রাজশাহীতে এবার ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে হযরত শাহ মখদুম (রহ.) দরগা মসজিদে। প্রত্যেকবার ঈদের প্রধান জামাত সাধারণত অনুষ্ঠিত হয় হযরত শাহ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। তবে করোনার কারণে এবার ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
সকাল ৮ টায় হযরত শাহ মখদুম (রহ.) দরগা মসজিদে প্রথম জামাত অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ঈদের জামাত অনুষ্ঠিত ৮.৪৫ মিনিটে। এছাড়াও পরবর্তীতে মুসল্লিদের উপস্থিতির ওপর জামাতের সময় নির্ধারণ করা হবে।’
বুধবার (১২ মে) দুপুরে জামিয়া ইসলামিয়া শাহ মখদুম মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মাওলানা মো. শাহাদত আলী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, ‘নগরীর রাণীবাজার জামে মসজিদে আমার ঈদের নামাজে ইমামতি করার কথা ছিল। তবে জেলা প্রশাসন থেকে আমাকে দরগা মসজিদেই ইমামতি করতে বলেছেন।’
এদিকে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ শরিফুল হক বলেন, ‘ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এবারও স্বাস্থ্যবিধি মেনে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে। প্রতিটি মসজিদ কমিটি এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে নিজেদের সুবিধামত সময়ে জামাতের সময় নির্ধারণ করবে।’
তিনি আরও বলেন, ‘সকাল ৮টা থেকে ৯টার মধ্যে নামাজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন পাড়া মহল্লার মসজিদে মসজিদে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে।
রাজশাহী জেলা প্রশাসক হামিদুল হক বলছেন, ‘ঈদের নামাজের জন্য এবারও সবাইকে বাড়ি থেকেই ওজু করে যেতে হবে। পাশাপাশি বাড়ি থেকে জায়নামাজও নিয়ে যেতে হবে। তবে মসজিদ কমিটি মসজিদের সামনে হাত ধোয়ার ব্যবস্থা রাখবে। এছাড়া তিন ফিট দূরত্ব ও মাস্ক পরে সরকারি নির্দেশনা মেনেই ঈদের নামাজ আদায় করতে হবে।’