আজ শুক্রবার ঈদের দিনে আফগানিস্তানে উত্তর কাবুলের একটি মসজিদ ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল । শক্তিশালী বোমার এই বিস্ফোরণে মসজিদের ইমামসহ অন্তত ১২ জনের প্রাণহানি হয়েছে।
জানা গেছে, দেশটির উত্তর কাবুলের সকার ডেরা জেলার ওই মসজিদের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল একটি শক্তিশালী বোমা। শুক্রবার জুম্মায় প্রার্থনার জন্য মসজিদে মুসল্লিদের সমাগম হতেই বোমাটি ফেটে যায়।
কাবুল পুলিশ বলছে, বিস্ফোরণে নিহত হয়েছেন মসজিদের ইমাম মুফতি নৌমান। তবে কারা ওই বিস্ফোরণের সঙ্গে জড়িত তা এখনও বোঝা যাচ্ছে না। কোনও জঙ্গি গোষ্ঠী এখন পর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি। সুত্রঃ আল জাজিরা।