চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ছয়জন। আজ শনিবার (১৫ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভটভটি যাত্রী মো. লিটন (৩৫), মো. রেজাউল করিম (৩৮) ও আব্দুল মালেক (৪০)। এদের বাড়ি জেলার গোমস্তাপুর উপজেলার নন্দলালপুর গ্রামে।
আর আহতদের নাম তসিকুল, আলাউদ্দিন, তাহারুল, শফিকুল, বুলবুল ও সাইদুর। তাঁদের সবার বাড়ি গোমস্তাপুর উপজেলার চৌডালা গ্রামে। তাঁদেরকে চাঁপাইনবাবগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গোমস্তাপুর থেকে ধানভর্তি একটি ট্রাক নাচোলে যাচ্ছিল। সকালে ট্রাকটি ধানসুরা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটিকে চাপা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতরা ধানকাটা শ্রমিক। তাঁরা ভটভটিযোগে নওগাঁয় যাচ্ছিলেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন বলে সূত্র জানায়।