fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় সড়ক দুর্ঘটনায় গতকাল রোববার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশালের রায়মনি এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হন পিকআপচালক আক্রাম হোসেন (৫০)। এতে আমান উল্লাহ (৩৬), তাঁর বোন নাজমা আক্তার (৩২) ও নাজমা আক্তারের মেয়ে লালমনি (৭) নিহত হয়। তাঁরা শেরপুর সদরের বাঘেরচর গ্রামের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার অফিসার ইন চার্জ (ওসি) মাইন উদ্দিন জানান, গতকাল রাতে একই পরিবারের ওই তিনজনকে নিয়ে বেগুনবোঝাই একটি পিকআপ ঢাকায় যাচ্ছিল। পথে ত্রিশালের রায়মনি এলাকায় অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপটি ঢাকাগামী একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়।

ওসি মাইন উদ্দিন আরও জানান, ঘটনাস্থলেই একই পরিবারের ওই তিনজনের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন পিকআপচালক আক্রাম হোসেন। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments