দেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘ সময় অনেকটা নিশ্চূপ থাকার পর বৈঠকে বসতে যাচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। আজ সোমবার সন্ধ্যা ৭ টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবীর খান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
২০ দলীয় জোটের বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে জোটের অন্যতম শরিক লেবার পার্টির সভাপতি ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান সাংবাদিকদের বলেন, চলমান পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী করণীয় ঠিক করতে জোটের এ বৈঠক ডাকা হয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এটি হবে তাদের দ্বিতীয় বৈঠক। এর আগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে বৈঠক করেছিল ২০ দলীয় জোট। এরপর থেকে এই জোটের আর কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি।