fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধনাটোরে জামায়াতের গোপন বেঠক, ১৭ নেতা-কর্মী আটক

নাটোরে জামায়াতের গোপন বেঠক, ১৭ নেতা-কর্মী আটক

বুধবার ভোরে নাটোর শহরের বড়হরিশপুর এলাকার একটি বাড়িতে গোপন বেঠক করার সময় পুলিশ জামায়াতের ১৭ নেতা-কর্মীকে আটক করে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নাটোর সদর থানার অফিসার ইন চার্জ (তদন্ত) আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের বড়হরিশপুর এলাকায় অভিযান চালায় পুলিশের একটি দল। অভিযানকালে একটি বাড়িতে বৈঠক করা অবস্থায় জামায়াতের ১৭ নেতা-কর্মীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা দলীয় বৈঠকের সত্যতা স্বীকার করেছেন।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটকদের বিরুদ্ধে রাষ্ট্র বিরোধী কার্যকলাপে যুক্ত ও রাষ্ট্রের ক্ষতিসাধন করতে পারে এই অভিযোগে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। মামলা দায়েরের পর তাদেরকে আদালতে পাঠানো হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments