fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িআন্তর্জাতিকদু'একদিনের মধ্যে যুদ্ধবিরতির আশা প্রকাশ হামাস জ্যেষ্ঠ কর্মকর্তার

দু’একদিনের মধ্যে যুদ্ধবিরতির আশা প্রকাশ হামাস জ্যেষ্ঠ কর্মকর্তার

আগামী দু’একদিনের মধ্যে ফিলিস্তিন ও ইসরায়েল যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছাতে সম্মত হবে বলে আশা প্রকাশ করেছেন হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েলের নাগরিকদের শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত তিনি ফিলিস্তিনে হামলা চালিয়ে যাবেন। খবর বিবিসির

বৃহস্পতিবার ভোরে গাজার উত্তরে হামাস অবকাঠামোয় শতাধিক ইসরায়েলি বিমান হামলা চালিয়েছিল।

ফিলিস্তিনের সামরিক বাহিনীও ইসরায়েলে রকেট হামলা চালিয়ে পাল্টা জবাব দেয়।

ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত শুরুর পর গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে, এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের ২২৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১০০ জন নারী ও শিশু।

ইসরায়েল মেডিকেল সার্ভিসের তথ্য মতে, এখন পর্যন্ত তাদের ১২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দু’জন শিশু।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments