fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅন্যান্যচিত্র জগতে নয়, বাস্তবেই নতুন প্রেমে মজেছেন জোলি

চিত্র জগতে নয়, বাস্তবেই নতুন প্রেমে মজেছেন জোলি

অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি শুধুই হলিউড নয় গোটা বিশ্বেই তার ভক্ত ছড়িয়ে আছে। ব্যক্তিগত নানা ঝামেলার জেরে অভিনয়ে এখন আগের মতো সময় দিতে পারেন না। নতুন খবর হলো নতুন প্রেমে মজেছেন এই জনপ্রিয় অভিনেত্রী।

হলিউডের এ খ্যাতিমান অভিনেত্রী ও নির্মাতা তার প্রাক্তন স্বামী ব্র্যাড পিটের কাছের বন্ধু অভিনেতা কলিন ফ্যারেলের সঙ্গে দুই মাস ধরে চুটিয়ে প্রেম করছেন বলে হলিউডের বিভিন্ন সংবাদমাধ্যমে খবর বের হয়েছে।

অ্যাঞ্জেলিনা জোলিকে তার ছয় সন্তানের মধ্যে চারজনসহ ফ্যারেল অভিনীত ডিজনির সিনেমা ‘ডামবো’র প্রিমিয়ারেও দেখা গিয়েছে। এর আগে মডেল কেলি এমসিনামারার সঙ্গে প্রেম করতেন ফ্যারেল। তবে দুই বছর ধরে তাদের সম্পর্ক নেই। আর এই দুই বছরে জোলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছিল ফ্যারেলের।

জানা গেছে যে, ২০০৪ সালে ‘অ্যালেকজান্ডার’ ছবিতে অভিনয়ের সময় তারা খুব অল্প সময় প্রেম করেছিলেন। এতদিন পরে সেই প্রেম আবার নতুন করে জেগে উঠেছে।

ওকে ম্যাগাজিনে বলা হয়েছে, জোলির প্রাক্তন স্বামী ব্র্যাড পিট বিষয়টি মেনে নিতে পারছেন না। কারণ ফ্যারেল তার কাছের বন্ধু। বিশেষ করে তার ছয় সন্তান। অন্য কাউকে তার স্থানে মেনে নেয়ার বিষয়টি ভালো লাগছে না ব্র্যাড পিটের।

উল্লেখ, ২০১৬ সালে বিচ্ছেদ হয়েছিল ব্র্যাঞ্জেলিনা জুটির। এরপর ব্র্যাড পিটের সঙ্গে অনেকের প্রেমের গুঞ্জন শোনা গেলেও, জোলির ব্যাপারে এই প্রথম এমনটা শোনা গেল। সন্তানদের নিয়ে এখনো আইনি লড়াই চলছে তাদের মাঝে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments