রাজশাহী নগরজুড়ে আরএমপির স্থাপনকৃত সিসি ক্যামেরাতে ধরা পড়ে একটি অটোরিকশা চুরির ঘটনা। শনাক্ত হয় তিন চোর। পরে অভিযান চালিয়ে রাজপাড়া থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
শনিবার (২২ মে) সকালে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ কর্তৃপক্ষ জানায়, ১৫ মে রাজপাড়া থানার কোর্ট ঢালুর মোড় হতে অটোরিকশা চুরির ঘটনা ঘটে। ওই দিনই রাজপাড়া থানায় একটি মামলা করেন ভুক্তভোগী। পরবর্তীতে আরএমপির সিসি ক্যামেরার ফুটেজ দেখে ৩ চোরকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (২১ মে) দিবাগত রাত ১ টার দিকে মো. শিমুলকে বোয়ালিয়া থানার মনিচত্বর থেকে গ্রেফতার করা হয়।
তার দেয়া তথ্যের সূত্র ধরে চুরির সঙ্গে জড়িত থাকা মো. শরিফুল ইসলাম (৩৫) ও মো. মিন্টু মন্ডলকে (৪২) গ্রেফতার ও রাজশাহীর পুঠিয়া থেকে চুরি যাওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়।