রাজধানীতে ১৮ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।
শনিবার বিকেল সাড়ে ৫টায় মতিঝিল থানাধীন ফকিরাপুল ডি আই টি এক্সটেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- মো. সুলতান, মোছা. বকুল বেগম, মো. শাহজাহান মোল্লা ও মো. ওমর সানি।
বিষয়টি নিশ্চত করেছেন ডিবি উত্তরা বিভাগের অতিররিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. কায়সার রিজভী কোরায়েশী।
তিনি জানান, মাদক ব্যবসায়ীরা ব্রাহ্মণবাড়িয়া থেকে গাঁজা এনে মতিঝিলে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। ফকিরাপুল ডি আই টি এক্সটেশন রোড এলাকায় পরিচালিত অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ চারজনকে আটক করা হয়।