বগুড়ায় শয়ন কক্ষ থেকে সুমি রানী দাস (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রবিবার দুপুর ৪টার দিকে শহরের গাজী পালশা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা শহরের গাজী পালশা এলাকার বাবলা মিয়ার বাড়ি থেকে লাশটি উদ্ধার করে। সুমির স্বামী পেশায় একজন সেলুনকর্মী। তিনি তার স্ত্রীকে নিয়ে শহরের গাজী পালশা এলাকার বাবলা মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ আরো জানায়, তারা নিহতের লাশ শয়ন কক্ষের খাটে শোয়ানো অবস্থায় পায় এবং ফ্যানের সঙ্গে তার ওড়না ঝুলছিল।
উপশহর পুলিশ ফাঁড়ির এস আই আব্দুর রহিম জানান, এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্তে নিশ্চিত হওয়া যাবে। নিহতের পরিবারের লোকজন এসে অভিযোগ জানালে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।