রাজশাহীতে স্বাস্থ্যবিধি মেনে সোমবার (২৪ মে) থেকে ট্রেন চলাচল শুরু হচ্ছে। ইতোমধ্যে প্রস্তুতিও সম্পন্ন করেছে রাজশাহী রেলস্টেশনসহ পশ্চিমাঞ্চলের স্টেশনগুলো।
রাজশাহী রেলওয়ে স্টেশনে সরেজমিনে গিয়ে দেখা গেছে, দীর্ঘদিন থেকে বন্ধ থাকা স্টেশন চত্বরে পরিষ্কার-পরিচ্ছন্নতা চলছে। বন্ধ হয়ে পড়ে থাকা ট্রেনের লাইনগুলোয় জমে থাকা ঘাস পরিষ্কার করাসহ রেললাইনগুলোতে ফেলা হচ্ছে পাথর। ঠিক করা হচ্ছে রেললাইনের স্লিপার। ইঞ্জিনগুলো ঘনঘন চালু করা হচ্ছে, যাতে করে পথে বিকল না হয়ে যায়।
রাজশাহী রেলওয়ে স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, ট্রেন চালানোর সব ধরনের প্রস্তুতি তাদের সম্পন্ন। এখন নির্দেশের অপেক্ষায় রয়েছেন তারা।
তিনি জানান, দীর্ঘদিন বন্ধ থাকায় রেলের ট্রাক, ইঞ্জিন ও বৈদ্যুতিক পাওয়ার পরীক্ষা করে নেয়া হচ্ছে। বিকেলে বিদ্যুৎ বিভাগের লোকজন এসে ট্রেনের ভেতরের ফ্যান, লাইট, এসিগুলো পরিষ্কার করে দিয়ে গেছেন। কোনো প্রকারের ত্রুটি আছে কি-না তা যাচাই- বাছাই সম্পন্ন হয়েছে।
স্টেশন ম্যানেজার আরও বলেন, বিকেলের দিকে রেল মন্ত্রণালয় থেকে ১৬ টি নির্দেশনা সম্বলিত ১২ জোড়া ট্রেন চালুর নির্দেশ পেয়েছি।
কোন কোন ট্রেন কোন সময় চলবে সে সম্পর্কে স্টেশন মাস্টার জানান, আন্তঃনগর ট্রেনগুলো হলো-মধুমতি এক্সপ্রেস, বনলতা এক্সপ্রেস, তিতুমির এক্সপ্রেস, সাগরদারি এক্সপ্রেস, পদ্মা এক্সপ্রেস, উত্তরা এক্সপ্রেস, ঢালারচর এক্সপ্রেস ও টুঙ্গীপাড়া এক্সপ্রেস। এরমধ্যে মেইল ও কমিউটার ট্রেনগুলো হলো- মহানন্দা এক্সপ্রেস, ঢাকা কমিউটার, রকেট মেইল এবং ঈশ্বরদী কমিউটার। ঈশ্বরদী কমিউটার ট্রেনটি তিন দফায় চলবে রাজশাহী থেকে ঈশ্বরদী এবং পরবর্তীতে ঈশ্বরদী থেকে রহনপুর এবং রহনপুর থেকে রাজশাহী।’
এদিকে রেল সূত্রে জানা গেছে, সারাদেশে মাত্র ২৮ জোড়া আন্তঃনগর ট্রেন দিয়ে শুরু হবে ট্রেন চলাচল। এক আসন ফাকা রেখে ৫০% টিকিট বিক্রি হবে। রাজশাহী থেকে সিল্ক সিটি ও ধূমকেতু বন্ধ থাকবে। কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না। সব টিকিট বিক্রি হবে অনলাইনে।
পশ্চিমাঞ্চল রেলের প্রধান বাণিজ্যিক কর্মকর্তা আহসান উল্লাহ ভূঁইয়া বলেন, ‘পূর্বের নিয়মে এবং নির্ধারিত সময়ে সব ট্রেন চলাচল করবে। রাজশাহী রেলওয়ে স্টেশনসহ পশ্চিমাঞ্চলের রেলস্টেশনগুলোতে যাত্রীদের সচেতনা করতে থাকবে স্বেচ্ছাসেবক দল। মাস্ক ব্যতীত কাউকে স্টেশনে প্রবেশ বা ট্রেনে উঠতে দেয়া হবে না। স্টেশনের ভেতরে ট্রেনের টিকিট ছাড়া মানুষজনের চলাচল একেবারে নিষিদ্ধ থাকবে।’
তিনি বলেন, ‘আগামীকাল থেকে ট্রেন চলাচল নিয়ে রাজশাহী রেলস্টেশনসহ পশ্চিমাঞ্চলের সব স্টেশনগুলোতে ধোয়া-মোছা ও স্টেশন চত্বর জীবাণুমুক্তকরণের কাজ সম্পন্ন করা হয়েছে। রেল কর্তৃপক্ষ থেকে যাত্রীদেরও বাড়তি স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে প্রচার প্রচারণা করা হবে।’
এদিকে রাজশাহী পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (জিএম) মিহির কান্তি গুহ বলেন, মন্ত্রণালয়ের নির্দেশনা বা ঘোষণা অনুযায়ী সোমবার থেকেই ট্রেন চলাচল শুরু হচ্ছে।