fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজশাহীরাজশাহী বিশ্ববিদ্যালয়রাবির বিদায়ী উপাচার্য আব্দুস সোবহান পুলিশি নিরাপত্তায়

রাবির বিদায়ী উপাচার্য আব্দুস সোবহান পুলিশি নিরাপত্তায়

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিদায়ী উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান বিতর্কিত নিয়োগ দিয়ে পুলিশি নিরাপত্তায় ক্যাম্পাস ছাড়েন। মেয়াদ শেষের ২০ দিন পরেও পুলিশি নিরাপত্তায় রয়েছেন তিনি।

রাজশাহী মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) ইমরান হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিদায়ী উপাচার্যের বাসভবনে তিনজন কনস্টেবল ও তার সঙ্গে একজন সহকারী উপ-পরিদর্শক নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন।’

রাজশাহীর মতিহার জোনের সহকারী পুলিশ কমিশনার একরামুল হক বলেন, ‘উপাচার্য স্যার নিজ থেকে নিরাপত্তা চাননি। পুলিশ স্বপ্রণোদিত হয়ে নিরাপত্তা জোরদার করেছে।’

নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের এক সহযোগী অধ্যাপক বলেন, নিয়োগ না দিয়ে গেলে লাঞ্ছিত হওয়ার শঙ্কায় ছিলেন উপাচার্য। নিয়োগের দিনও মহানগর ও বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ হয়। সার্বিক অবস্থা বিবেচনায় নিরাপত্তা জোরদার করা হয়ে থাকতে পারে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গোয়েন্দা রিপোর্টে সাবেক উপাচার্য অধ্যাপক আবদুস সোবহানের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিরাপত্তা জোরদারের সুপারিশ করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments