রাজধানীতে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৪৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম জানান, রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত থানা পুলিশ ও ডিবি পুলিশের একাধিক টিম নিয়মিত মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
এ সময় তাদের কাছ থেকে ১১৩ গ্রাম ৫০ পুরিয়া হেরোইন, ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজা, ১৭ হাজার ২২২ পিস ইয়াবা ও ১২টি নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়। এডিসি ইফতেখায়রুল জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে।