fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাসন্তানের চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় পিতার আত্মহত্যা

সন্তানের চিকিৎসার টাকা জোগাড় করতে না পারায় পিতার আত্মহত্যা

চট্টগ্রামে সন্তানের চিকিৎসার টাকা জোগাড় করতে না পেরে মো. শাহীন (৪২) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।

শাহীনের পরিবারের বরাত দিয়ে এ কথা জানান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) শীলব্রত বড়ুয়া।

সোমবার (২৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বন্দর থানার ২ নম্বর মাইলের মাথা এলাকায় এ ঘটনা ঘটে।

মো. শাহীন নাটোরের গুরুদাসপুর উপজেলার মহসিন্দা গান্ধী পাড়া গ্রামের বাসিন্দা। তিনি মো. বাদশার ছেলে।

এএসআই শীলব্রত বড়ুয়া বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে বন্দর থানা এলাকা থেকে গলায় ফাঁস দিয়ে আহত এক ব্যক্তিকে হাসপাতালে আনে স্বজনরা। পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

নিহতের পরিবারের বরাতে তিনি আরও বলেন, ‘অসুস্থ ছেলের অপারেশনের টাকা জোগাড় করতে না পেরে ওই ব্যক্তি আত্মহত্যা করেছেন।’

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments