রাজধানীর দক্ষিণখানে সরদারবাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজহারুল (৩৫) নামে এক যুবকের টুকরো টুকরো মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ মে) ভোরে মৃতদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দক্ষিণখান থানার পরিদশর্ক (তদন্ত) আজিজুল হক মিয়া জানান, পোশাক কারখানা শ্রমিক আজহারুল থাকতেন ওই এলাকাতেই। কয়েকদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। খবর পেয়ে ভোরে মসজিদের সেপটিক ট্যাংক থেকে আজহারের ছয় টুকরো মরদেহ উদ্ধার করা হয়।
এ হত্যাকাণ্ডের সঙ্গে মসজিদের ইমাম আব্দুর রহমানের জড়িত থাকার অভিযোগ রয়েছে। তিনি র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন।