বাংলাদেশে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ বা কালো ছত্রাকে আক্রান্ত হওয়ার পর বাংলাদেশে একজন মারা গেছেন। তিনদিন আগে ওই রোগী মারা যান। রাজধানীর বারডেম হাসপাতালে ওই রোগীর মৃত্যু হয়। নমুনা সংগ্রহ কাজ করেছে আইইডিসিআর।
দেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের অধ্যাপক ডা. তাহমিনা শিরীন বলেন, ব্ল্যাক ফাঙ্গাসে দুইজন আক্রান্ত হয়েছে বলে শুনেছি। একজন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে রেফার হয়েছে। কিন্তু মারা যাওয়ার বিষয়ে এখনো জানি না।
তবে বারডেমের পক্ষ থেকে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।