নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর ইউনিয়নের চলনবিল রুহাই এলাকার একটি ডোবা থেকে উজির আলী প্রাং (৭৪) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে গুরুদাসপুর থানা পুলিশ।
মঙ্গলবার ভোরে উপজেলার বিলশারুহাই গ্রামেরএকটি ডোবা থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত বৃদ্ধ ওই এলাকার মৃত-লাজেম প্রাং এর ছেলে। তিনি পেশায় একজন শ্রমজীবী ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, উজির আলী মানসিক ভারসাম্যহীন। সোমবার রাত আনুমানিক ১১টার দিকে ওই বৃদ্ধ নিখোঁজ হয়। পরে অনেক খুঁজে তার সন্ধান পাওয়া যায় না। সকালে এলাকাবাসী ডোবায় উজির আলীর মরদেহ ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয়। গতকাল রাতে হালকা বৃষ্টির সাথে মেঘের গর্জন হচ্ছিলো। রাতে বজ্রপাতে তার মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন স্থানীয় এলাকাবাসী।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুর রাজ্জাক জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে বজ্রপাতে তার মৃত্যু হয়েছে। তদন্ত করার পর বিস্তারিত জানা যাবে।