বগুড়ায় অসুস্থ নেতাকর্মীদের খোঁজ-খবর নিয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের-১ম প্যানেল চেয়ারম্যান একেএম আসাদুর রহমান দুলু।
ক্যান্সারে আক্রান্ত বগুড়া শাজাহানপুরের আশেকপুর ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু সাঈদ সরদার (৮১) ও চকজোড়া দক্ষিণপাড়া সিরাব আলীর ছেলে জাহিদুল ইসলাম দুর্বৃত্তদের হাতে নিহত হওয়ায় তাদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন তিনি।
আবু সাঈদ সরদার অসুস্থ হওয়ায় তাকে আর্থিক অনুদান দিয়ে পাশে দাঁড়ান আসাদুর রহমান দুলু। তার চিকিৎসার সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন তিনি। আর জাহিদুল ইসলাম হত্যার ঘটনায় দুর্বৃত্তদের দ্রুত বিচার দাবি করেন। তিনি বলেন, আওয়ামী লীগের কর্মীদের কেউ নির্যাতন করে পার পেয়ে যেতে পারে না।
এসময় উপস্থিত ছিলেন বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি অধ্যক্ষ আবু জাফর, আশেকপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ আলম, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আরিফুল আলম শাওন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, জেলা তাঁতী লীগের যুগ্ম সম্পাদক ওবায়দুর রহমান বাপ্পি, শহর স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতাহার হোসেন মিজু, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা রাছেল আলী, ছাত্রলীগ নেতা স্বাধীন মিয়া, সাব্বির হোসেন, আকাশ, মাহমুদুল, সাবিক, উজ্জল ও মারুফ প্রমুখ।