হাতিরঝিলে মোটরসাইকেল দুর্ঘটনায় আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টায় হাতিরঝিল থানাধীন পশ্চিম রামপুরা রিয়াজবাগ এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, হাতিরঝিলের রিয়াজবাগে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ডে ধাক্কা লেগে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন আনোয়ার। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল নেয়া হয়। পরে সেখান থেকে সকাল সাড়ে আটটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, একটি আইডি কার্ড থেকে নাম জানা যায় আনোয়ার হোসেন। তিনি আরমান অ্যাপারেলসের সুইং সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।