চট্টগ্রামে আলমগীর হোসেন নামের এক কলেজছাত্র খুন হয়েছেন। নিহত আলমগীর চট্টগ্রামের সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের ছাত্র।
জমি-জমা নিয়ে প্রতিবেশীর সঙ্গে বিরোধের জেরে এ খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।
গতকাল মঙ্গলবার রাত একটার দিকে বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী ইউনিয়নের পূর্ব খিজিরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের বাবা বলেন, প্রতিবেশী খোরশেদ আলমের সঙ্গে জায়গা নিয়ে তাঁর বিরোধ রয়েছে। জায়গা দখলের জন্য গত মঙ্গলবার রাত একটার দিকে একদল সন্ত্রাসী নিয়ে আসেন তাঁরা। স্থানীয় লোকজনসহ তাঁরা সন্ত্রাসীদের বাধা দেন। চলে যাওয়ার সময় বাড়ির পাশে থাকা তাঁর ছেলে আলমগীর হোসেনকে টেনেহিঁচড়ে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে তাঁকে সেখানে ছুরিকাঘাত করে ও কুপিয়ে হত্যা করা হয়। ছেলে হত্যার বিচার চান আবদুস সালাম।
ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।