বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদ-নদীতে অস্বাভাবিক জোয়ারে বসতবাড়ির আশপাশ পানিতে প্লাবিত হওয়ায় খেলতে গিয়ে শিশু দুটির মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।
মারা যাওয়া দুইজন হলো- বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের ঢালমারা গ্রামের হাফিজুর রহমানের মেয়ে আড়াই বছর বয়সী সুমাইয়া আক্তার ও গারুরিয়া ইউনিয়নের পশুরী গ্রামের আজগর আলীর তিন বছর বয়সী মেয়ে আজওয়া আক্তার।
বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. ফারিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, শিশু সুমাইয়াকে সকালে এবং আজওয়া আক্তারকে দুপুরে বাকেরগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু দুটির মৃত্যু হয়।
স্বজনরা জানিয়েছেন, নদ-নদীর অস্বাভাবিক জোয়ারে তাদের গ্রামগুলো পানিতে সয়লাব। পরিবারের সদস্যদের অগোচরে শিশু দুটি খেলতে গিয়ে পানিতে ডুবে যায়।