fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাবরিশালে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বরিশালে পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় পৃথক দুটি ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার এ ঘটনা ঘটে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নদ-নদীতে অস্বাভাবিক জোয়ারে বসতবাড়ির আশপাশ পানিতে প্লাবিত হওয়ায় খেলতে গিয়ে শিশু দুটির মৃত্যু হয় বলে স্বজনরা জানিয়েছেন।

মারা যাওয়া দুইজন হলো- বাকেরগঞ্জের নিয়ামতি ইউনিয়নের ঢালমারা গ্রামের হাফিজুর রহমানের মেয়ে আড়াই বছর বয়সী সুমাইয়া আক্তার ও গারুরিয়া ইউনিয়নের পশুরী গ্রামের আজগর আলীর তিন বছর বয়সী মেয়ে আজওয়া আক্তার।

বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. ফারিয়া এ তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, শিশু সুমাইয়াকে সকালে এবং আজওয়া আক্তারকে দুপুরে বাকেরগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। হাসপাতালে পৌঁছানোর আগেই শিশু দুটির মৃত্যু হয়।

স্বজনরা জানিয়েছেন, নদ-নদীর অস্বাভাবিক জোয়ারে তাদের গ্রামগুলো পানিতে সয়লাব। পরিবারের সদস্যদের অগোচরে শিশু দুটি খেলতে গিয়ে পানিতে ডুবে যায়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments