নোয়াখালীর কোম্পানীগঞ্জে বসুরহাটে ছাত্রলীগের সাবেক দুই নেতাসহ তিনজনকে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। আহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জায়দুল হক কচি (৪২) ও সাবেক সাংগঠনিক সম্পাদক লিটন (৪৫)। এসময় নিউ মা ফার্মেসীর মালিক রতন চন্দ্র দাসও (৩২) আহত হয়।
বুধবার (২৬ মে) রাত ১০টার দিকে কোম্পানীগঞ্জ থানা ব্রীজ সংলগ্ন নিউ মা ফার্মেসীতে এ ঘটনা ঘটে।
তাদেরকে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর অবস্থার অবনতি হলে নোয়াখালী জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাক্তার মহিউদ্দিন আবদুল আজিম জানান, তাদের অবস্থা ভাল নয় তাই পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাজারের ব্যবসায়ীরা জানান, বুধবার রাত আনুমানিক ১০টার দিকে বসুরহাট রূপালী চত্বরের দিক থেকে ১৫-২০ জনের একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালিয়ে দোকান ভাংচুর ও কুপিয়ে ওই তিনজনকে আহত করে। পরে হামলাকারীরা পৌর ভবনের দিকে চলে যায়।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ নিয়ে ঘটনাস্থলে যায়। আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দোষীদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।