কিন্তু এ দাবি খারিজ করে ভারত সরকার জানাল, সব অধিকারের ওপরই নিয়ন্ত্রণ থাকা জরুরী। মোদি সরকারের জারি করা নতুন ডিজিটাল আইন কার্যকর হয়েছে বুধবার থেকে।
এর আওতায় অনলাইনে প্রকাশিত যাবতীয় লেখালেখি এবং ভিডিওর উৎস কেন্দ্রকে জানাতে বাধ্য থাকবে হোয়াটসএ্যাপ, ফেসবুক, টুইটার, ইউটিউবের মতো সংস্থাগুলো।
মূলত সরকারবিরোধী সমালোচনা কমাতে কেন্দ্র এমন পদক্ষেপ করছে বলে অভিযোগ বিরোধীদের।