নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা মোড়ে সুপারভাইজারের সঙ্গে যাত্রীর ভাড়া নিয়ে মারপিটের প্রতিবাদে রাস্তায় বাস রেখে অবরোধ করেছেন শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৭ মে) দুপুর আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাস্তা অবরোধ করে রাখা হয়। এতে শত শত বাস, ট্রাক, মাইক্রোবাস, অটোরিকশা ও ভ্যান আটকে রাস্তায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ফলে দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।
স্থানীয়রা জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাসের সুপারভাইজারের সঙ্গে যাত্রীর ভাড়া নিয়ে তর্ক হয়। দুপুর আড়াইটার দিকে ওই যাত্রী নওহাটা মোড়ে নামলে আবারও তার সঙ্গে ধাক্কাধাক্কি হয়। এক পর্যায়ে ওই যাত্রীকে সুপারভাইজার মারপিট করে।
এ ঘটনায় যাত্রীর সঙ্গে স্থানীয় অটোরিকশা চালকরা যোগ দিয়ে সুপারভাইজারকে মারপিট করে। এরই প্রতিবাদে মোটর শ্রমিকরা নওহাটা মোড়ে বাস দিয়ে রাস্তা অবরোধ করে। এতে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়ক ও নওগাঁ-মহাদেবপুর সড়কে শত শত বাস, ট্রাক, মাইক্রোবাস অটোরিকশা ও ভ্যান আটকা পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর মহাদেবপুর থানা পুলিশ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
নওগাঁ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদাক মতিউজ্জামান মতি বলেন, রাজশাহী থেকে নওগাঁগামী একটি বাস এসে নওহাটা মোড়ে চেকপোস্টে দাঁড়ায়। এসময় সেখানে থাকা অটোরিকশার চালকের সঙ্গে শ্রমিকদের দ্বন্দ্ব হলে মারপিটের ঘটনা ঘটে। এতে শ্রমিকরা রাস্তার বাস রেখে অবরোধ করে। পরে থানা পুলিশ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয়া হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন বলেন, ঘটনার তদন্ত করা হবে। আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়ে মোটর শ্রমিকদের রাস্তা থেকে তুলে দেয়া হয়েছে। বর্তমানে চলাচল স্বাভাবিক রয়েছে।