শেরপুরের শ্রীবরদীতে সাড়ে চার বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে ৬০ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। গাব খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ওই বৃদ্ধ শিশুটিকে ধর্ষণ করে।
বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার ভেলুয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ওই শিশু কন্যার বাবা বাদী হয়ে বৃদ্ধ মোঃ মিয়া ওরফে ছুডু মিয়ার বিরুদ্ধে শ্রীবরদী থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহারের বরাত দিয়ে শ্রীবরদী থানার অফিসার ইন চার্জ (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, বৃহস্পতিবার দুপুরে ওই শিশুকন্যা একই গ্রামের পাশের বাড়ির মৃত উমেদ আলীর ছেলে বৃদ্ধ মোসা মিয়া ওরফে ছুডু মিয়ার ঘরের পাশে খেলছিল। এ সময় শিশুটিকে গাব খাওয়ানোর লোভ দেখিয়ে ফুসলিয়ে ঘরে নিয়ে ধর্ষণ করে ছুডু মিয়া। ঘটনাটি জানাজানি হলে বৃদ্ধ ছুডু মিয়া পালিয়ে যায়।
বৃহস্পতিবার রাতে পুলিশ শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটির তদন্ত এবং অভিযুক্তকে ধরতে পুলিশ কাজ করছে।