গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, ‘বিএনপিকে দেখলে মনে হয়, সরকার তাদের এলএসডি (ভয়ঙ্কর এক প্রকার মাদক) খাইয়ে দিয়েছে।’
আজ শনিবার (২৯ মে) দুপুরে বাংলাদেশ লেবার পার্টির আয়োজনে জাতীয় প্রেস ক্লাবে ‘রাজনৈতিক সঙ্কট উত্তরণ কোন পথে’ শীর্ষক এক আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘বিএনপি এখন সত্য কথা বলতে ভয় পায়। বিএনপির উচিত ছিল যেদিন সরকার খালেদা জিয়াকে দেশের বাইরে যেতে দেয়নি, সেইদিন থেকে অনশনে বসার। সেদিন বলা উচিত ছিল, আমি কাশিমপুরে ফেরত যেতে চাই। ফিরোজায় যেতে চাই না।’
তিনি আরও বলেন, ‘জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঘোষিত কর্মসূচির সঙ্গে অন্তত ১৫ দিন খালেদা জিয়ার মুক্তির জন্যও বিএনপির আন্দোলনের ঘোষণা দেয়া উচিত। এখন বিএনপিকে প্রমাণ করতে হবে, তারা এলএসডি খায়নি। তা না হলে তারা আত্মহত্যা করবে।’
সভায় ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর বলেন, ‘আমাদের যে সঙ্কট তৈরি হয়েছে, তা আগামীকাল নির্বাচন দিয়ে পরিবর্তন করা যাবে না। আমাদের একটি অন্তবর্তীকালীন সরকার গঠন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। রাজনৈতিক সমস্যাগুলোর সংস্কার করতে হবে।’