fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধরাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে হত্যা

রাজশাহীতে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইকে হত্যা

রাজশাহীর বাঘা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাই সাহাবুদ্দিনকে (৫৫) হত্যা করেছেন ছোট ভাই সাজদার রহমান (৪০)। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।

শনিবার দুপুরে রাজশাহীর বাঘা উপজেলার কলিগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সাহাবুদ্দিন উপজেলার কলিগ্রামের মৃত আবদুস সামাদের ছেলে। তার সঙ্গে ছোট ভাই সাজদার রহমানের দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় তাদের মধ্যে মারামারি হলে বড় ভাই সাহাবুদ্দিন আহত হন। পরে তাকে আহতাবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ নিহতের ছোট ভাই সাজদার রহমান ও তার স্ত্রী রুবিনা বেগমকে আটক করেছে।

অভিযুক্ত ছোট ভাই সাজদার রহমান বলেন, ওয়ারিশ হিসেবে পাওয়া আমার জমিতে বড় ভাই বাড়ি করতে দিচ্ছিল না। শনিবার এনিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বড় ভাই, তার স্ত্রী, দুই ছেলে ও তার স্ত্রীকে পিটিয়ে রক্তাক্ত করে। এই দৃশ্য দেখে বড়ভাই স্ট্রোক করে মারা যান বলে দাবি করেন।

রাজশাহীর বাঘা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, ঘটনাটি জানার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেওয়া হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, নিহতের ছোট ভাই সাজদার রহমান ও তার স্ত্রী রুবিনা বেগমকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments