রাজধানীর মহাখালীতে সড়কের পাশে ড্রামের ভেতর থেকে হাত পা ও মাথাবিহীন এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধারের পর সোমবার (৩১ মে) সকালে মহাখালী বাস টার্মিনালে পাওয়া গেল দুই হাত ও দুই পা। তবে এখনও মৃতদেহের মাথার সন্ধান পাওয়া যায়নি।
রবিবার রাত ১টার দিকে পুলিশ হাত ও পা উদ্ধারের পর ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।
মহাখালী বাস টার্মিনাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) হারুন অর রশিদ জানান, খবর পেয়ে রাতে মহাখালী বাস টার্মিনালের ভেতরে এনা বাস কাউন্টারের সামনে থেকে একটি ব্যাগ ভর্তি এই দুই হাত ও দু পা পাওয়া যায়। অজ্ঞাতনামা কোনো ব্যক্তি যাত্রী ছদ্মবেশে ব্যাগে হাত পা চারটি বাস কাউন্টারের সামনে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। এগুলো গতকাল মহাখালী আমতলী থেকে উদ্ধার হওয়া ব্যক্তিরই বিচ্ছিন্ন হাত পা বলেই মনে হচ্ছে। তবে থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।
আরও পড়ুনঃ রাজধানীতে ড্রামের মধ্যে মাথাবিহীন খন্ডিত লাশ উদ্ধার
এর আগে রবিবার দিবাগত রাত ৯টার দিকে বনানী থানার পুলিশ মহাখালী আমতলী সড়কের পাশে একটি নীল রঙের ড্রামের ভিতরে বস্তাবন্দি অজ্ঞাতনামা ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে। তবে মৃতদেহের দুই হাত, দুই পা ও মাথা বিচ্ছিন্ন ছিলো। সেগুলো পাওয়া যায়নি তখন।
হত্যা করে ঘাতকরা মৃতদেহটি সেখানে ফেলে গিয়েছিল বলে ধারণা করছিল পুলিশ। রাতেই মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায় বনানী থানা পুলিশ।