fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধউদ্ধারকৃত নারী চিকিৎসকের লাশে ধারালো অস্ত্রের চার আঘাত

উদ্ধারকৃত নারী চিকিৎসকের লাশে ধারালো অস্ত্রের চার আঘাত

রাজধানীর কলাবাগানের বাড়ি থেকে যে নারী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁর দেহে ধারালো অস্ত্রের চারটি আঘাত পাওয়া গেছে। এ ছাড়া পিঠের দিকে পোড়ার ক্ষত রয়েছে।

সোমবার সকালে কলাবাগানের ফার্স্ট লেনের একটি ভবনের তৃতীয় তলার ফ্ল্যাটের আগুন নেভানোর পর সাবিরা রহমান (৪৭) নামের ওই চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়। রাজধানীর গ্রিন লাইফ হাসপাতালে সনোলজি কনসালট্যান্ট হিসেবে কাজ করতেন তিনি।

লাশ উদ্ধারের পর কলাবাগান থানা–পুলিশ ছাড়াও র‌্যাব, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে।

আরও পড়ুনঃ রাজধানীতে বাড়ী থেকে নারী চিকিৎসকের লাশ উদ্ধার

পরে পুলিশ কর্মকর্তারা জানান, সাবিরা রহমানের গলার বাঁ পাশে এবং পিঠে ধারালো অস্ত্রের চারটি আঘাত পাওয়া গেছে। মধ্যরাতে কোনো একটা সময় তাঁকে হত্যা করা হয়। এরপর ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য তাঁর কক্ষে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এতে তাঁর শরীরের পিঠের দিকে পুড়ে যায়।

কে বা কারা, কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে; সে বিষয়ে কিছু বলতে পারেনি পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ভবনের দারোয়ান, সাবিরার ফ্ল্যাটে সাবলেট হিসেবে থাকা এক তরুণী, তাঁর এক বন্ধু এবং বাসার গৃহকর্মীকে নিয়ে গেছে পুলিশ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments