আজ বুধবার সকালে বড়াইগ্রাম ও সদর উপজেলায় দুর্ঘটনা দুটি ঘটে। এতে দুজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের ধাপতিতলী গ্রামের সাইফত আলী (৪৮) এবং নাটোরের বড়াইগ্রামের পারগোপালপুর এলাকার রাহেলা বেগম (৬২)।
নাটোর সদর থানার পরিদর্শক (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, পাবনা থেকে কয়েকজন গরু ব্যবসায়ী শ্যালো ইঞ্জিনচালিত নছিমনে গরু নিয়ে রাজশাহীর সিটি হাটে যাচ্ছিলেন। পথে নাটোর সদর উপজেলার কামারদিয়া এলাকায় নছিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় নছিমনে থাকা অন্তত ১৫ জন গরু ব্যবসায়ী আহত হন।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহত গরু ব্যসায়ীদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফত আলী মারা যান।
এদিকে বড়াইগ্রামের বনপাড়া তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব রহমান জানান, নাটোর-পাবনা মহাসড়কের গড়মাটি এলাকায় দ্রুতগামী যাত্রীবাহী বাস পথচারী রাহেলা বেগমকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই রাহেলা মারা যান। তাঁর বাড়ি গোপালপুর গ্রামে।