নোয়াখালীর কোম্পানীগঞ্জে ওবায়দুল কাদেরের বাড়ির দরজার সামনে থেকে দুটি অবিস্ফোরিত বোমা এবং একটি শটগান এর গুলির খোসা উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১ জুন) রাত সাড়ে ১১টায় কে বা কারা ওই বাড়ির সামনে অবিস্ফোরিত বোমা দুটি রেখে পালিয়ে যায়।
ওই বাড়িতে বর্তমানে থাকছেন ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা ও তার পরিবার।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গেছেন।