রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৭ জন মারা গেছেন। তিন জেলার সাত জনের মধ্যে পাঁচজন করোনায় আক্রান্ত ছিলেন বাকি দুজনের ছিল উপসর্গ। মৃত ব্যাক্তিদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, রাজশাহীর ৩ জন ও নাটোরের ১ জন ছিলেন।
রাজশাহী অঞ্চলে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই করোনা রোগীদের চাপ বাড়ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার (৩১ মে) সকাল থেকে মঙ্গলবার (১মে) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৭ জন করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আসা রোগী মারা গেছেন। এ সময়ের মধ্য হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে নতুন ভর্তি হয়েছে ২১ জন রোগী। নতুন রোগীর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ থেকে এসেছেন ৯ জন, রাজশাহীর ৯ জন রোগী, এ ছাড়া নাটোর, জয়পুরহাট ও পাবনার একজন করে রোগী ভর্তি হন।