বগুড়ায় পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার অ্যাম্পুল নেশাজাতীয় ইনজেকশনসহ তিন জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ।
মঙ্গলবার (১ জুন) রাতে তাদেরকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেফতাররা হলেন- পীরগঞ্জ চৈত্রকোল এলাকার মৃত মনসুর আলীর ছেলে নজরুল ইসলাম (৫০), রংপুর মিঠাপুকুর উপজেলার রামেশ্বরপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোস্তফা (৩০) এবং একই উপজেলার বুজরুক নুরপুর গ্রামের রঞ্জু মিয়ার ছেলে ছালেক মিয়া (২৫)।
সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) সেলিম রেজা বলেন, ‘গোপন সংবাদে মঙ্গলবার ভোরে শহরের কলোনি এলাকা থেকে অ্যাম্পুল ইনজেকশনসহ তাদেরকে গ্রেফতার করা হয়। মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গ্রেফতার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’