গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় বাম পা হারানো রাসেল সরকারকে কৃত্রিম পা দিচ্ছে সাভারের পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র (সিআরপি)।
বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভারের সিআরপির কৃত্রিম অঙ্গ সংযোজন বিভাগের প্রধান মোহাম্মদ শফিক।
মোহাম্মদ শফিক জানান, কৃত্রিম পা সংযোজনের জন্য বৃহস্পতিবার সকালে রাসেলকে সাভারের সিআরপিতে আনা হবে। রাসেলকে সিআরপির পক্ষ থেকে প্রথমে সুইজারল্যান্ড ইন্টারন্যাশনাল টেকনোলজির এবং পরে জার্মানি প্রযুক্তির উন্নত একটি পা দেয়া হবে।
কৃত্রিম পা সংযোজন করে প্রায় চার সপ্তাহ অনুশীলন করানো হবে বলেও জানান তিনি।
প্রসঙ্গত, রাসেল একটি প্রতিষ্ঠানের ভাড়া গাড়ি চালাতেন। গত বছরের ২৮ এপ্রিল কেরানীগঞ্জ থেকে ঢাকায় ফেরার পথে যাত্রাবাড়ীর হানিফ উড়ালসড়কে গ্রিনলাইন পরিবহনের বাসের চাপায় পা হারান তিনি। এ ঘটনায় রাসেলের বড় ভাই আরিফ সরকার বাসচালক কবির মিয়ার বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় গত বছরের ২৮ এপ্রিল মামলা করেন।