হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির আমির ও বর্তমান আহ্বায়ক জুনায়েদ বাবুনগরীর ব্যক্তিগত সহকারী ইনামুল হাসান ফারুকীকে চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার আরও দুই মামলায় মামলায় গ্রেপ্তার (শ্যেন অ্যারেস্ট) দেখিয়েছেন আদালত।
গতকাল বুধবার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট খন্দকার কৌশিক আহমেদ শুনানি শেষে এই আদেশ দেন।
গত ২১ মে রাতে হাটহাজারীর ফতেয়াবাদ থেকে ইনামুলকে গ্রেপ্তার করে র্যাব। তিনি বাবুনগরীর পক্ষ থেকে হেফাজতের বিবৃতি ও গণমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠাতেন। হাটহাজারী উপজেলা হেফাজতের প্রচার সম্পাদকও ছিলেন তিনি।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির বলেন, ‘হাটহাজারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় ও সদর ভূমি কার্যালয়ে সহিংসতার মামলায় ইনামুল হাসানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পিবিআই। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
এ ছাড়া একই আদালতে সহিংসতার ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে জবানবন্দি দিয়েছেন আরিফুল ইসলাম নামে এক হেফাজতকর্মী।’