মাদারীপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে প্রেমিক গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার সময় অভিযুক্ত ইমরান বেপারীকে উপজেলার চর-জানাজাত ইউনিয়নের থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত ইমরান চর-জানাজাত ইউনিয়নের কাছিকান্দী গ্রামের দিলু বেপারীর ছেলে।
পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, অভিযুক্ত ইমরান বেপারী (২৪) একই এলাকার দূর সম্পর্কের এক বিয়াইনের সাথে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সেই সূত্র ধরে প্রায়ই ইমরান ওই তরুণীর বাড়িতে যাতায়াত করতো।
গত ১৯ মে রাত পৗেনে এগারোটার সময় ইমরান ওই তরুণীকে ডেকে বাহিরে এনে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। এই ঘটনাটি কারো কাছে প্রকাশ করলে তাকে বিয়ে তো করবেই না। বরং মেরে ফেলারও ভয় দেখায়।
পরে পারিবারিকভাবে বিয়ের চাপ দিলে ইমরান বিয়ে করতে অস্বীকার করে। নিরুপায় ওই তরুনী ২ জুন থানায় এসে অভিযুক্ত ইমরান বেপারীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করে। তারই প্রেক্ষিতে শিবচর থানার এসআই সনজিব জোয়ারদ্দার অভিযুক্ত ধর্ষককে গ্রেফতার করেন।
শিবচর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ইমরানকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগকারী মেয়েটির মেডিকেল পরিক্ষা করানো হয়েছে। রিপোর্ট এখনো হাতে পাইনি।