টিকটক অ্যাপের মাধ্যমে যারা অশ্লীল ভিডিও বানাচ্ছে তাদেরকে ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার দুপুরে নিজ কার্যালয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. শহীদুল্লাহ সাংবাদিকদের এ তথ্য জানান।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘যে সব ছেলেমেয়েরা টিকটকে অশ্লীল ভিডিও বানাচ্ছে তাদের ধরতে অভিযান শুরু হয়েছে। সেলিব্রিটি হওয়ার সঙ্গে অর্থের লোভ- এই দুটি কারণেই টিকটক অপরাধী চক্রে জড়িয়ে পড়ছে কিশোরীরা।’
তিনি বলেন, ‘সম্প্রতি ভারতে নির্যাতনের শিকার মেয়েটিই একমাত্র ভুক্তভোগী নয়। আরও বেশ কয়েকজন ভুক্তভোগীর খোঁজ পাওয়া গেছে। ওই ঘটনায় জড়িত রিমান্ডে থাকা হৃদয় বাবুসহ গ্রেপ্তার আসামিরা তাদের সিন্ডিকেটে থাকা আরও অনেকের নাম বলেছেন। সেই সঙ্গে ভারতে নারীদের পাচার করত বলে স্বীকারও করেছেন।’
তবে তাদের দেওয়া কিছু তথ্যের সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। তথ্য যাচাই বাছাই করে সংশ্লিষ্ট অন্যান্য অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানান তিনি।