fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজধানীজগন্নাথ বিশ্ববিদ্যালয়জবি শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নিবন্ধন কার্যক্রম শুরু

জবি শিক্ষার্থীদের করোনাভাইরাসের টিকা নিবন্ধন কার্যক্রম শুরু

করোনাভাইরাসের টিকা নিশ্চিত করতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও গবেষকদের জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য তথ্যাদি প্রেরণের জন্য আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত স্নাতক ও স্নাতকোত্তরের সব শিক্ষার্থী এবং এমফিল ও পিএইচডি গবেষকদের কোভিড-১৯ ভ্যাকসিন প্রদানের লক্ষ্যে তাদের তালিকা স্বাস্থ্য অধিদফতরে পাঠানো হবে। এ জন্য জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) শিক্ষার্থী ও গবেষককে ইংরেজি ক্যাপিটাল লেটারে জরুরি ভিত্তিতে আগামী ১০ জুনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্যাদি প্রদানের জন্য অনুরোধ করা হলো।

পরবর্তীতে শিক্ষার্থী ও গবেষকদের করণীয় সম্পর্কে বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেয়া হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments