কানাডায় একটি মুসলিম পরিবারের চার সদস্যের ওপর গাড়ি উঠিয়ে দিয়ে চারজনকে হত্যা করেছেন একজন চালক। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির পুলিশ। পুলিশ এটাকে ‘পূর্ব-পরিকল্পিত’ হত্যাকাণ্ড বলেও জানিয়েছে।
সোমবার বিষয়ে জানিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি। খবরে বলা হয়, রাস্তা পার হওয়ার জন্য ওই মুসলিম পরিবারের চার সদস্য সড়কের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় তাদের ওপর গাড়ি চালিয়ে দেওয়া হয়। এতে পরিবারটির চার সদস্যই নিহত হন। নিহতদের মধ্যে দুজন নারী। একজনের বয়স ৭৪ বছর, অপরজনের ৪৪। এছাড়া ৪৬ বছর বয়সী এক ব্যক্তি ও ১৫ বছরের এক কিশোরী মারা গেছেন।