fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজশাহীচাঁপাইনবাবগঞ্জচাঁপাইনবাবগঞ্জে গ্রামীন ট্রাভেলস দাঁড়াল করোনা আক্রান্তদের পাশে

চাঁপাইনবাবগঞ্জে গ্রামীন ট্রাভেলস দাঁড়াল করোনা আক্রান্তদের পাশে

সীমান্ত জেলা চাঁপাইনবাবগঞ্জ দেশের সর্বাধিক করোনা সংক্রমিত এলাকায় শুধুমাত্র অক্সিজেনের অভাবেই করোনা আক্রান্তদের সুচিকিৎসা ব্যাহত হচ্ছে। আধুনিক সদর হাসপাতালে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না থাকায় জেলার করোনাক্রান্ত রোগীদের ছুটতে হচ্ছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। শুধু অক্সিজেনের অভাবেই প্রাণও হারিয়েছেন অনেক রোগী।

অক্সিজেন সংকটের এমনই অবস্থায় সোমবার চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যার হাসপাতালে অক্সিজেনসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করেছেন জেলার বিশিষ্ট পরিবহন ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা মোখলেসুর রহমান।

সোমবার দুপুরে গ্রামীণ ট্রাভেলসের সত্ত্বাধিকারী মোখলেসুর রহমান ২০টি অক্সিজেন সিলিন্ডার, ৫টি অক্সিজেন কনসেনট্রেটর, ২০টি অক্সিজেন ফ্লো মিটার, ১০টি নাজাল ফ্লো ক্যানুলা ও ২০টি অক্সিজেন ফেস মাস্কসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী হাসপাতালের সুপার ডা. মমিনুল হকের কাছে হস্তান্তর করেন।

এ সময় চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, পুলিশ সুপার এ এইচএম আব্দুর রাকিব, সিভিল সার্জন ডা. জাহিদ নজরুল চৌধুরীসহ চিকিৎসক ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ব্যবসায়ী মোখলেসুর রহমান করোনার শুরু থেকে চাঁপাইনবাবগঞ্জে দরিদ্র ও দুঃস্থ শ্রমজীবী মানুষের মাঝে বিপুল পরিমাণ ত্রাণ সহায়তা দিয়েছেন। এবারও তিনি অক্সিজেনসহ চিকিৎসা উপকরণ দিয়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments