ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব বনাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলা বৃষ্টির কারণে গড়ালো দলপ্রতি ৬ ওভার করে। আর সেখানেই প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ২২ রানে হারলো মোহামেডান স্পোর্টিং ক্লাব।
ঢাকা প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় পরাজয় দেখলেন সাকিব আল হাসানদের দল মোহামেডান স্পোর্টিং ক্লাব ।
মঙ্গলবার বিকেএসপির ৪ নাম্বার মাঠে দোলেশ্বরের দেওয়া ৭৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে ৫৬ রানে শেষ হয় মোহামেডানের ইনিংস। দলীয় সর্বোচ্চ ১৪ বলে ২২ রান করেন অধিনায়ক সাকিব।
দোলেশ্বর বোলারদের মধ্যে শফিউল ইসলাম ৩টি উইকেট শিকার করেন।
টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে দুই ওপেনার ইমরান উজ্জামান ও শামীম হোসেনে ঝড়ো ব্যাটে ৪ উইকেট হারিয়ে ৭৮ রানের ভালো সংগ্রহ পায় দোলেশ্বর। ইমরান ১৪ বলে ২টি চার ও ৫টি চক্কায় ৪১ রান করেন। আর শামীম ১৬ বলে ২৯ রানে অপরাজিত থাকেন।
মোহামেডানের আবু জায়েদ রাহী ২টি উইকেট দখল করেন।
৫ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই রইল দোলেশ্বর। আর সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে মোহামেডান।