ঢাকার ধামরাইয়ে বৃদ্ধ শ্বশুরকে গলাটিপে ও মাথায় আঘাত করে হত্যা করেছে তার পুত্রবধূ। নিহতের নাম লাবিব মিয়া (৭০)। এ ঘটনায় পুত্রবধূ সুমি বেগমকে আটকের পর পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে ঢাকার ধামরাইয়ে বাইশাকান্দা ইউনিয়নের গোলাকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সুমি বেগমের স্বামী নারায়নগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে চাকরি করেন এবং কর্মস্থলের কাছে বাসা ভাড়া করে থাকেন। সুমি ছেলে-মেয়ে ও শ্বশুরকে নিয়ে ধামরাইয়ের গোলাকান্দা গ্রামের বাড়িতে থাকতেন। সুমির সঙ্গে প্রায়ই শ্বশুরের বিবাদ লেগে থাকত।
এরই জের ধরে মঙ্গলবার দুপুরে শ্বশুরকে তার শোবার ঘরে মাথায় আঘাত করে ও গলাটিপে ধরে সুমি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে এলাকাবাসী সুমিকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, নিহত ব্যক্তির মাথায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।