fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশরাজশাহীরাজশাহীতে রাসিকের উদ্যোগে করোনা টেস্টের ১ম দিনে ৯৮ জন পজিটিভ

রাজশাহীতে রাসিকের উদ্যোগে করোনা টেস্টের ১ম দিনে ৯৮ জন পজিটিভ

রাজশাহী সিটি করপোরেশনে (রাসিক) ফ্রি র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট কার্যক্রমের প্রথমদিনে ৯৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৮ জুন) সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ড. এফএএম আঞ্জুমান আরা বেগম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিটি করপোরেশনের ১৩ স্থানে র‌্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার জন্য ৯৫৮ জনের নমুনা সংগ্রহ করা হয়। এতে ৯৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। আক্রান্তের হার ১০ দশমিক ২২ শতাংশ।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নগরীর ২, ১৩, ২৩ ও ২৬ নম্বর ওয়ার্ডের চারটি প্রাথমিক আরবান হেলথ কেয়ার সেন্টারে র‌্যাপিড এন্টিজেন টেস্ট পরিচালিত হয়েছে। অন্যদিকে নগরীর আম চত্বর মোড়, কাশিয়াডাঙ্গা মোড়, লক্ষ্মীপুর মোড়, সিঅ্যান্ডবি মোড়, সাহেব বাজার জিরো পয়েন্ট, ভদ্রা মোড়, তালাইমারী মোড়, শহীদ কামারুজ্জামান চত্বর (রেলগেট) এলাকায় রাসিকের ভ্রাম্যমাণ টেস্ট করা হয়েছে। এছাড়াও বিভাগীয় কমিশনার কার্যালয় ও বাসভবনের কর্মকর্তা ও কর্মচারীদের র‌্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়।

ড. এফএএম আঞ্জুমান আরা বেগম আরও বলেন, মঙ্গলবার (৮ জুন) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত এ কার্যক্রম পরিচালিত হয়। আক্রান্তদের সরকারি নির্দেশনা অনুযায়ী হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments