fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়আইন আদালতদিনাজপুর কারাগারে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি কার্যকর

দিনাজপুর কারাগারে স্ত্রী হত্যার দায়ে স্বামীর ফাঁসি কার্যকর

দিনাজপুর জেলা কারাগারে স্ত্রী হত্যার দায়ে ফাঁসিতে ঝুলিয়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ডের রায় কার্যকর করা হয়েছে। আব্দুল হক নামে ওই ব্যক্তিকে বুধবার রাত ১২টা ১ মিনিটে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

জেল সুপার মোকাম্মেল হোসেন বলেন, দিনাজপুরের ডিসি খালেদ মোহাম্মদ জাকি, পুলিশ সুপার আনোয়ার হোসেন, সিভিল সার্জন আব্দুল কুদ্দুছ এবং রংপুরের ডিআইজি (প্রিজনস) রায় কার্যকর করার সময় উপস্থিত ছিলেন।

মৃত্যুর কয়েক ঘণ্টার পর আব্দুল হকের মৃতদেহ তার ভাই মইনুল ও ভাতিজা মতিয়ার রহমান কাছে হস্তান্তর করে কারা কর্তৃপক্ষ।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, হত্যা মামলার আসামি আব্দুল হকের বাড়ি রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ভক্তিপুর গ্রামে ওসির উদ্দিনের ছেলে। ২০০২ সালে মিঠাপুকুর উপজেলার ভক্তিপুর গ্রামে  স্ত্রী হত্যার অভিযোগে তার বিরুদ্ধে রংপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। ফাঁসির রায় হওয়ার পর উচ্চ আদালতে আপিল করেন। আদালতে এই হত্যা মামলায় চলার দীর্ঘ ২০ বছর কারাভোগের পর বুধবার ১২টা ১ মিনিটে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এটাই দিনাজপুর কারাগারে প্রথম ফাঁসি কার্যকরের ঘটনা বলে জানান কর্মকর্তারা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments