ফেনির মাদ্রাসা ছাত্রী নুসরত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় দ্রুত বিচার চেয়ে আমৃত্যু অনশনে বসার ঘোষণা করলেন প্রখ্যাত কবি নির্মলেন্দু গুণ।
বৃহস্পতিবার রাত ৯টা ৩৭ মিনিটে নিজের ফেসবুকে এই ঘোষণা করেছেন তিনি। কবি লিখেছেন, ‘রাফির ধর্ষক সিরাজ এবং তাকে বাঁচাতে রাফিকে যারা পুড়িয়ে মেরেছে, তাদের কঠিন বিচার করতে হবে দ্রুতই। নাহলে আমি আমৃত্যু অনশনে বসব।’ দ্রুততার স্বার্থে ট্রাইব্যুনালে বিচারের দাবি জানানো হয়েছে। দোষীদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করার জোরদার দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।
শুক্রবার ঢাকার রাজপথে একযোগে এই কর্মসূচিতে শামিল হয়েছে ইসলামি ছাত্রসেনার ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ, সার্ক মানবাধিকার ফাউন্ডেশন ও বাংলাদেশ মাইনরিটি সংগ্রাম পরিষদ-সহ বিভিন্ন সংগঠন। উঠল স্লোগান – ‘নিরাপদ বাংলাদেশ চাই’, ‘নিরাপদ নোয়াখালি চাই৷’